শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

নিঃসন্তান ভাই থেকে বোন কতটুকু মিরাস পাবে?

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
নিঃসন্তান ভাই থেকে বোন কতটুকু মিরাস পাবে?

প্রশ্ন : আমার নানার দুই সন্তান, আমার মামা ও আমার মা। এ ছাড়া তাদের কোনো ভাইবোন নেই এবং আমার মামার কোনো সন্তানও নেই। এখন আছেন শুধু মামার স্ত্রী, বোন (আমার মা) এবং কয়েকজন চাচাতো ভাই। এমতাবস্থায় আমার মা তার ভাই অর্থাৎ আমার মামার সম্পত্তি থেকে কতটুকু মিরাস পাবে? তার স্ত্রী এবং চাচাত ভাইয়েরা কতটুকু অংশ পাবে?

উত্তর : শরীয়তের হুকুম হলো, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া সম্পদ থেকে প্রথমে দাফন-কাফন সমাধা করা হবে। অতঃপর অবশিষ্ট সম্পদ থেকে তার ঋণ পরিশোধ করা হবে। এরপর তার কোনো বৈধ অসিয়ত থাকলে অবশিষ্ট সম্পত্তির এক-তৃতীয়াংশ থেকে তা পূরণ করা হবে। এরপর অবশিষ্ট সম্পদ পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী তার ওয়ারিশগণের মাঝে বণ্টন করা হবে।

সে মতে উপরোক্ত তিনটি কাজ বাস্তবায়নের পর আপনার মামার অবশিষ্ট সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি নিম্নোক্তভাবে বণ্টন করা হবে-

আপনার মামি পাবেন শতকরা ২৫ ভাগ।

আপনার মা পাবেন শতকরা ৫০ ভাগ।

আপনার মামার চাচাত ভাইয়েরা পাবেন শতকরা ২৫ ভাগ।

ফতোয়া সূত্র : সুরা নিসা, আয়াত-১১, ১২; ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৮; আদ্দুররুল মুখতার ৬/৭৭০।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English