শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

দীঘির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির ছাড়পত্র স্থগিত

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২০ মার্চ, ২০২১
  • ৬৭ জন নিউজটি পড়েছেন
দীঘির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির ছাড়পত্র স্থগিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কীভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনীই তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে।

এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে প্রযোজক সেলিম খানের ছেলে শান্ত খানকে। তার বিপরীতে আছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছবিতে অন্যান্য চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জিয়াউল হাসান কিসলু, শিবা শানুসহ অনেকে।

শামিম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করেছেন সেলিম খান।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যেহেতু ছবিটি, তাই অনেক সতর্কতা আমাদের নিতে হবে। এটি সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন ছবিটি আবারও দেখার প্রয়োজন। তাই আমরা পুনরায় এটির প্রদর্শনী করবো। তারপর সিদ্ধান্ত দেবো।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English