আগামী ২৬শে এপ্রিল ৯৩তম অস্কার পুরস্কার বা একাডেমি এওয়ার্ড। এরই মধ্যে বিভিন্ন ছবি জমা পড়েছে। মনোনয়ন পেয়ে গেছে অনেক ছবি। এখন অপেক্ষা কারা পান সম্মানের পুরস্কার। এমনই পাঁচটি ছবি- যা নিয়ে খুব আলোচনা, তা নিয়ে সংক্ষেপে কিছু তথ্য তুলে ধরা হলো এখানে। ‘নোম্যাডল্যান্ড’ বেস্ট পিকচার এবং সেরা পরিচালকসহ ৬টি মনোনয়ন পেয়েছে। এ ছবির পরিচালক ক্লোই ঝাও। এ বছরটা তার জন্য বড় আকারে আবির্ভাবের।
‘নোম্যাডল্যান্ড’ তার তৃতীয় ছবি। এরই মধ্যে এই ছবি অভিজাত গোল্ডেন গ্লোবসে শীর্ষ পুরস্কার জিতেছে। তার মধ্যে রয়েছে সেরা ড্রামা এবং সেরা পরিচালকের পুরষ্কার। ছবিটি অস্কারে বেস্ট পিকচার হিসেবে ফ্রন্টরানার হিসেবে এগিয়ে আছে। এতেও যদি কম হয়ে যায় ঝাও-এর, তাহলে তিনি এই বসন্তে ‘মার্ভেল’ পরিচালনা করছেন। এসব নিয়েই ব্যস্ত আছেন তিনি।
‘মিনারি’ ছবির পরিচালক লি আইজাক চুং। এই ছবিটি অস্কারে বেস্ট পিকটার এবং সেরা পরিচালকসহ ৬টি বিষয়ে মনোনয়ন পেয়েছে। এই ছবিটি আমেরিকার আরকানসাসের একটি ফার্মে কিভাবে কাজে যোগ দেন কোরিয়ান বংশোদ্ভূত একটি পরিবার তা নিয়ে একটি ‘উষ্ণ ড্রামা’। পরিচালক চুং বলেছেন, আমি ছবিতে এমন এমন ব্যক্তিকে ধারণ করার চেষ্টা করেছি, তাদের আবেদন এখন থেকে ২০ থেকে ৩০ বছর পরেও থাকবে। এই ছবিটি বিদেশি ভাষায় গোল্ডেন গ্লোব সেরা ছবি নির্বাচিত হয়ে পুরষ্কার জেতে।
‘জুদাস অ্যান্ড দ্য ব্লাক মেসিয়াহ’ নিয়ে আসছেন পরিচালক শাকা কিং। এই ছবিটি অস্কারে বেস্ট পিকচার এবং বেস্ট সাপোর্টিং এক্টর’ সহ ৫টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে। ছবিটিকে একটি থ্রিলার হিসেবে বানিয়েছেন শাকা কিং।
‘প্রোমিজিং ইয়াং ওম্যান’ ছবি নিয়ে আসছেন পরিচালক এমারেল্ড ফেনেল। তার ছবি বেস্ট পিকচার এবং সেরা পরিচালকসহ ৫টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে। ‘দ্য ক্রাউন’ ছবিতে ক্যামিলা পার্কার বৌলসের চরিত্রে অভিনয় করেছিলেন এমারেল্ড ফেনেল। থ্রিলার হিসেবে ‘প্রোমিজিং ইয়াং ওম্যান’ ছবি দিয়ে তিনি যাত্রা শুরু করছেন।
‘মাঙ্ক’ ছবি পরিচালনা করেছেন ডেভিড ফিন্চার। বেস্ট পিকচার এবং সেরা পরিচালকসহ ১০টি ক্যাটেগরিতে মনোনয়ন পেয়েছে এই ছবি। ‘মাঙ্ক’ ছবির নেপথ্যে রয়েছেন হলিউডের একজন বর্ষীয়ান। ছবিটি তৈরি করার জন্য ফিন্চার অপেক্ষা করেছেন প্রায় ৩০ বছর। এ সময়ে তিনি চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেছেন। অভিজ্ঞতা নিয়েছেন।