জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। এ সফরে দুই দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে। সার্বিক বিবেচনায়, ভুটানের প্রধানমন্ত্রীর আসন্ন সফর দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।