শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

জাপানি হান্নানসহ ১৩ জনকে আসামি করে মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
জাপানি হান্নানসহ ১৩ জনকে আসামি করে মামলা

রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোহাম্মদ শামীম বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় ১৩ জনকে আসামি করা হয়। আর অজ্ঞাতনামা আসামি করা হয় পাঁচজনকে। এদের মধ্যে এখন পর্যন্ত আটজন গ্রেফতার হয়েছেন।

তারা হলেন- মূলহোতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান, মো. একরামুল ইসলাম, শফিকুল ইসলাম ইমরান, আল-আমিন প্রধান, জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম, মো. মোশাররফ হোসেন ও মো. নুরুন নবী।

ওসি বলেন, বুধবার রাতেই ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাস্থল থেকে জাপানি হান্নানসহ তার ৮ সহযোগীকে আমরা গ্রেফতার করি। তার আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার ৮ আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন।

এর আগে, বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ (চাঁদনগর) এলাকায় বালি ফেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে আব্দুর রশিদকে গুলি করে হত্যা করেন জাপানি হান্নান। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হান্নানের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

এরপর হান্নানের বাড়ি জাপানি কটেজ থেকে অস্ত্র হান্নানকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। পরে ওই এলাকা থেকে হান্নানের আরও এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

নিহত আব্দুর রশিদ রাজধানীর আশকোনার পানির পাম্পের পাশে ৪৩৪ নম্বর নিজ বাড়িতে থাকতেন। আগে তিনি গার্মেন্টস এক্সেসরিজের কারখানা পরিচালনা করতেন। সেটি বন্ধ করে তিনি বর্তমানে তার বাড়ি ও মার্কেট দেখাশোনা করছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English