বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মামুনুল হককে গ্রেফতারের দাবিতে ওলামা মাশায়েখ শেখের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
বছরে ৬ কোটি টাকা লেনদেন মামুনুল হকের অ্যাকাউন্টে

হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আল্টিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।

সোমবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেন্টাম দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে আগামী ৪ এপ্রিলের মধ্যে গ্রেফতার করতে হবে। তাকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে হেফাজতের ডাকা হরতালে ব্রাহ্মণবাড়িয়া শহরের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোতে ব্যাপক ভাংচুরসহ অগ্নিসংযোগ করে হেফাজত ইসলাম। জেলার সরকারি গণগ্রন্থাগার, সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আগুন দেয় হরতাল সমর্থকরা। একই সময়ে ভাঙচুর চালায় জেলার ঐতিহাসিক সাহিত্য একাডেমি, বঙ্গবন্ধু স্কয়ার, ব্রাহ্মণবাড়িয়া অবকাশে উপস্থিত স্মৃতিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English