রাজশাহীর পুঠিয়ায় গত ছয়দিন থেকে জাহিদুল ইসলাম ওরফে জয় (১৫) নামের এক মাদ্রাসার ছাত্র নিখোঁজ রয়েছে। নিখোঁজ জাহিদুল উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম (পশ্চিমপাড়) এলাকার সাত্তার মন্ডলের ছেলে। নিখোঁজ জাহিদুলের সন্ধানে তার মা রোজিনা বেগম পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, নিখোঁজ জাহেদুল রাজশাহী মহানগরের শাহমুগদুম মাদ্রাসায় লেখাপাড়া করে। গত ২৫ মার্চ সে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে সকালে বাড়িতে আসে। সেসময় তার বাবা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারে তার পরীক্ষা চলছিলো। পরে তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলে ঔই দিনে বিকাল সাড়ে ৪ টায় সে বাড়ি থেকে মাদ্রার উদ্দেশ্যে বের হয়। পরে মাদ্রাসায় খোঁজ নিয়ে তার বাবা মা জানতে পারে সে মাদ্রাসায় যায়নি।
পরে আত্নীয়-স্বজন সহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জাহিদুলের কোন সন্ধান করতে না পারায় জাহেদুলে মা বাদি হয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সহরাওয়ার্দী হোসেন জানান, তার নিখোঁজের বার্তা সকল থানায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও সাব-ইন্সপেক্টর সনাতনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বলে এ কর্মকর্তা জানান।