সম্প্রতি হওয়া বেশ কয়েকটি সমীক্ষায় দেখা যায় করোনা ভারতীয়দের ওপর গভীর প্রভাব ফেলেছে। একটি সমীক্ষা করা হয়েছিল ফিলিপস-এর নেতৃত্বে। যার নাম ফিলিপস গ্লোবাল সার্ভে। এই সমীক্ষার ফলাফলে বলা হয়েছে করোনা শুরু হবার পর থেকে ভারতীয়দের ঘুমের ধরন বদলে গেছে। ভারতীয়দের মধ্যে ২৭% এই সময় ঘুম সংক্রান্ত সমস্যায় ভুগছেন। ৩৯% রাতে ঘুমের মধ্যে বারবার উঠে বসে পড়ছেন। এই সমীক্ষা অনুসারে ৬৭ শতাংশ ভারতীয় বলেছেন তারা তাদের ঘুমের ধরন নিয়ে পুরোটা বা অনেকটাই সন্তুষ্ট। অন্যদিকে ২৫% জানিয়েছেন তাদের যে পরিমাণ ঘুম হচ্ছে তারা তাতে একেবারেই সন্তুষ্ট নন।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে ৫৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন করোনার আগে যে সময় তারা ঘুমের পেছনে বরাদ্দ করতেন সেই সময়টা অনেকটাই বেড়ে গেছে । মানে তারা করোনা পরিস্থিতিতে বেশি বেশি করে ঘুমিয়েছেন। ১৮ থেকে ৩৬ বছর বয়সের সমীক্ষায় অংশগ্রহণকারীদের ৬১% ব্যক্তি জানিয়েছেন তাদের ঘুমের মাত্রা বেড়েছে। অন্যদিকে ৫০ থেকে ৬০ বছর পর্যন্ত ৪১ শতাংশ মানুষ ও ৬৫ বছরের উপরে ৩৫ শতাংশ লোকের ঘুমের কোয়ালিটি আর পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে তারও উল্লেখ করা হয়েছে । এই সমীক্ষার আরো একটি উদ্দেশ্য ছিল। জানা গিয়েছে স্লিপ অ্যাপনিয়া আছে এমন ৪৭ শতাংশ রোগী প্রচুর সমস্যায় পড়েছেন। স্লিপ অ্যাপনিয়া আছে এমন রোগীরা জানিয়েছেন এই রোগের ফলে তাদের জীবনের বিভিন্ন সম্পর্কের ওপর প্রভাব পড়েছে । সাধারণত দেখা গেছে করোনা পরিস্থিতিতে প্রতি পাঁচজনের একজন মহিলা স্লিপ অ্যাপনিয়ার শিকার হয়েছেন । ঘুমের সমস্যা নিয়ে এই সময় ভারতীয়রা এতটাই নাজেহাল হয়ে পড়েছিলেন এবং প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হয়েছেন যে, তাদের ৬০% টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসকের সঙ্গে কথা বলে এর সমাধান জেনেছেন । এ বিষয়ে চিকিৎসকেরা জানিয়েছেন আমাদের নিত্যদিনের জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঘুমের। শারীরিক ও মানসিকভাবে ভালো থাকতে এটা আমাদের কতটা যে সাহায্য করে তার সবটা আমরা জানি না। বিগত এক দশক ধরে স্লিপ অ্যাপনিয়া সহ বিভিন্ন সম্পর্কিত সমস্যা মানুষের সচেতনতা আস্তে আস্তে বাড়ছে। তবে এখনো ঘুম সম্পর্কিত নানা রোগ নির্ণয় ও তার চিকিৎসা ঠিকমতো করতে গেলে অনেকটা পথ পার হতে হবে। আমাদের সকলের জীবনে মহামারীর প্রচুর প্রভাব পড়েছে। সেখানে সাধারণ মানুষ হোক বা স্বাস্থ্যকর্মী যেভাবে এই সময় স্বাস্থ্য পরিষেবা দেয়া হয়েছে তা নিতে রোগীকেও নানাবিধ জটিলতা পার করতে হয়েছে। তবে ডিজিটাল মাধ্যমে ঘুম সংক্রান্ত সমস্যার সমাধান চিকিৎসককে বলে আর হোয়াটসঅ্যাপে ওষুধ জেনে নতুন যে পদ্ধতি চালু হয়েছিল সে ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাওয়া গেছে ভারতীয়দের মধ্যে।