রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৪৫ জন নিউজটি পড়েছেন
বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তা

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার জুমার নামাজের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, পল্টন মোড়ে পুলিশ ও বায়তুল মোকাররমের উত্তর গেট এবং পশ্চিমে অবস্থান করছে র‍্যাব সদস্যরা। এছাড়া বায়তুল মোকাররম উত্তর গেটের ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়াযানসহ কারাভান।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের সঙ্গে চলা সংঘর্ষে পুলিশ, ক্ষমতাসীন দলের কর্মী ও সাংবাদিকসহ অন্তত ৮০ জন আহত হন।

সেদিন জুমার নামাজের পরপর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে মোদিবিরোধী স্লোগান দিতে থাকে মুসল্লিদের একটা অংশ, যাদের মধ্যে ধর্মভিত্তিক বিভিন্ন দলের নেতাকর্মীরাও ছিলেন। সেখানে আগে থেকেই মসজিদ ফটকের আশপাশে অবস্থান নেয়া আওয়ামী নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এক পর্যায়ে মোদিবিরোধীরা মসজিদের ভেতরে এবং অপর পক্ষ মসজিদের বাইরে অবস্থান নেয়। মসজিদের ভেতরে অবস্থানকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। তাদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় ২৬ মার্চ রাতে মামলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English