মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি আর প্রখ্যাত নায়িকা মুনমুন সেনের কন্যা, অভিনেত্রী রাইমা সেনের বোন রিয়া সেন মাত্র ১৬ বছর বয়সেই অভিনয় জীবন শুরু করেন। ১৯৯৮ সালে বিখ্যাত গায়িকা ফাল্গুনি পাঠকের মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ দিয়ে যাত্রা শুরু রিয়ার। পরের বছরই বড়পর্দায় দেখা যায় তাকে। তামিল রোম্যান্টিক ড্রামা ‘তাজমহল’ দিয়ে অভিষেক হয় তার। এরপর বলিউডে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেন তিনি। সুজয় ঘোষের মিউজিক্যাল ড্রামা ঝঙ্কার বিটস, অজয় দেবগনের কেয়ামৎ বক্স অফিস সাফল্য এনে দিয়েছিল রিয়াকে।
কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই তাকে শুনতে হয় তিনি সেক্সি, তিনি বোল্ড, তিনি যৌনআবেদনময়ী ইত্যাদি। এমনকি যৌননিগ্রহেরও শিকার হতে হয় তাকে। আরেক অভিনেতার সাথে একান্তে কাটানো বিশেষ মুহূর্তের ভিডিও ফাঁস হয়, ভাইরাল হয়।
স্যুইমস্যুটে রগরগে দৃশ্যে, বিকিনি ফটোশ্যুটে মোটকথা সাহসী কন্যা হিসেবেই সকলে দেখে এসেছেন রিয়াকে। তবে সাফল্য আসলেও এমনসব ‘বোল্ড’ চরিত্রে তিনি রীতিমতো ক্লান্ত হয়ে পড়ছিলেন। চাইছিলেন এই তকমা থেকে বেরিয়ে আসতে। এমন দাবি করে এক সাক্ষাৎকারে রিয়া বলেছিলেন, সেক্সি তকমা আমার উপর মানসিক প্রভাব ফেলেছে।
যাই হোক, একটা পর্যায়ে একরকম বিরক্ত হয়েই বলিউড ছাড়েন রিয়া। কিন্তু ইদানীং ইন্সটাগ্রামে নিজেই একের পর এক সেই ‘সেক্সি, বোল্ড, যৌনআবেদনময়ী’ ছবিই পোস্ট করে চলেছেন তিনি! ছবিগুলো দেখে সবাই একবাক্যে বলছেন, এই ৪০ বছর বয়সে এসেও একটুও বদলান নি রিয়া! দিন দিন বয়স যেনো কমছে রিয়ার। সময়ের সাথে পাল্লা দিয়ে আরো আকর্ষণীয় হচ্ছেন রিয়া। কি এই রহস্য?
জানা গেছে, রিয়া সেনের এই ফিট থাকার রহস্য হলো ইয়োগা। মাঝে মধ্যেই তাকে ইন্সটাগ্রামে শরীরচর্চার ভিডিও ও ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। শুধু সুন্দর শরীরই নয়, পাশাপাশি সুস্থ থাকতে ইয়োগা কতটা উপকারি, সেকথা আজকাল প্রায় সবাই কমবেশি জানেন। রিয়া সেন
সম্প্রতি তাই নিজের নতুন ব্যবসায়িক উদ্যোগের অংশ হিসেবে মানুষের শরীর-মন ভালো থাকার জন্য নিজস্ব ব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছেন সামাজিম যোগাযোগমাধ্যমে। গোয়ার সমুদ্র সৈকতে ইয়োগার মাধ্যমে যা জনসম্মুখে আসবে।