শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

জোবায়দার বিরুদ্ধে মামলা চলবে কিনা, জানা যাবে ৮ই এপ্রিল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৭০ জন নিউজটি পড়েছেন
জোবায়দার বিরুদ্ধে মামলা চলবে কিনা, জানা যাবে ৮ই এপ্রিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের জন্য আগামী ৮ই এপ্রিল দিন ধার্য করেছেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবায়দার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

২০০৭ সালের ২৬শে সেপ্টেম্বর ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। পরে ওই বছর জোবায়দা রহমান মামলা স্থগিত করার জন্য হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। পরে সেই রুলের শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল জারি করা রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট।
রায়ে জোবায়দা রহমানকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবায়দা রহমান। বৃহস্পতিবার আপিল আবেদনের শুনানি শেষে ৮ই এপ্রিল আদেশের জন্য দিন ধার্য করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English