শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

কাজে ফিরলেন আনুশকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন
কাজে ফিরলেন আনুশকা

মেয়ের বয়স সবে আড়াই মাস, ইতিমধ্যেই কাজে ফিরলেন আনুশকা শর্মা। কারিনার মতো এবার বলিউডের অপর ‘সুপারহট মম্মা’ ও মাতৃত্বকালীন ছুটি শেষ করে যোগ দিলেন কাজে। গত বুধবার মুম্বইয়ের স্টুডিও পাড়ায় লেন্সবন্দি হলেন বিরাট ঘরনি। প্রথমে শোনা গিয়েছিল মে মাস পর্যন্ত লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে দূরে থাকবেন অভিনেত্রী, তবে আচমকা সিদ্ধান্ত বদল। এদিন সাদা টপ এবং ডেনিমে সেজেছিলেন আনুশকা, পনিটেল করে বাঁধা চুল এবং মুখে করোনা সতর্কতার জেরে মাস্ক। ভ্যানিটি ভ্যানের বাইরে এই লুকেই পাপারাতজিদের ক্যামেরায় বন্দি হলেন আনুশকা। নজর কাড়ল নায়িকার মেদহীন শরীর। মা হওয়ার পরেও পুরোপুরি ফিট তিনি।
এদিন এক বিজ্ঞাপনী শুট সারেন আনুশকা। ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ তারকা ভামিকার জন্মের মাস কয়েক আগে এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, আমি শুটিংয়ে নিশ্চয়ই ফিরব, তবে আমায় এমন একটা স্টিস্টেম তৈরি করতে হবে যাতে আমি সন্তান, সংসার এবং পেশাদার জীবনের মধ্যে একটা সমতা তৈরি করতে পারি। আনুশকা ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাতকারে গত ডিসেম্বরে জানান, সন্তানের সকল দায়িত্ব স্বামী-স্ত্রী মিলে সমানভাবে ভাগ করে নেবেন তারা। মায়ের কোনও নির্দিষ্ট ডিউটি থাকবে না, এক পরিবারের সদস্য হিসাবে একসঙ্গে সন্তানকে বড় করবেন তারা। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মা হয়েছেন আনুশকা। আনুশকার সুপারফিট অবতার দেখে নেটিজেনরা মুগ্ধ। কীভাবে সন্তানের জন্ম দেওয়ার পরেও এই ফিটনেস ধরে রেখেছেন অভিনেত্রী, সেই নিয়ে বিস্ময় প্রকাশ করেছে তারা। কেউ কেউ আবার করোনার সময়ে ছোট মেয়েকে বাড়িতে রেখে তার কাজে ফেরা নিয়ে ট্রোল করেও ছাড়েননি। অভিনেত্রীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেন তারা। বিজ্ঞাপনী শুটে ফিরলেও রুপালি পর্দায় কবে ফিরছেন আনুশকা, তা নিয়ে কোনও আপটেড নেই। ২০১৮ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল এই নায়িকাকে। এরপর লম্বা বিরতি। শোনা যাচ্ছে শীঘ্রই প্রযোজক আনুশকার নতুন সিরিজ ‘মাই’ মুক্তি পাবে নেটফ্লিক্সে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English