শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

মায়ের বুকে জড়িয়ে মৃত্যুর সহযাত্রী ১ বছরের আরিফা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৮৩ জন নিউজটি পড়েছেন
মায়ের বুকে জড়িয়ে মৃত্যুর সহযাত্রী ১ বছরের আরিফা

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় লঞ্চডুবির ঘটনায় মা ও শিশুর একসঙ্গে জড়িয়ে থাকাবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে স্বজনদের কাছে মা-মেয়ের মরদেহ বুঝিয়ে দেন উদ্ধারকারীরা।

পরে ২টার দিকে তাদের মরদেহ নিয়ে আসা হয় মুন্সিগঞ্জ সদর উপজেলার খাসকান্দি রমজানবেগ গ্রামে।
উদ্ধার হওয়া মা সন্তানের জড়িয়ে ধরা মরদেহের এ দৃশ্য দেখে কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। খোদ কেঁদেছেন উদ্ধাকারী কর্মী থেকে শুরু করে মিডিয়াকর্মীরা। মরদেহ দুটি হচ্ছে মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজানবেগ খাসকান্দি এলাকায় বিথী আক্তার (২৫) ও তার মেয়ে আরিফার (১)।

এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে গোসল করানোর সময় মা ও মেয়েকে আলাদা করেন স্বজনরা।

নিহত বিথী আক্তার ওই গ্রামের আরিফ কাজির স্ত্রী। আরিফ ডেকোরেটরের লাইট মিস্ত্রির কাজ করেন। তিনি স্ত্রী, সন্তান ও শাশুড়িকে হারিয়ে এখন পাগলপ্রায়।

এলাকার চর মাশুরা কবরস্থানে নিহত বিথী ও তার মেয়ে আরিফাকে দাফন করা হয়েছে বিথীর মা পাকিজা বেগমের পাশে। এর আগে পাকিজা বেগমকে দাফন করা হয়। একই লঞ্চে ডুবে পাকিজা বেগমও নিহত হন।

রোববার সন্ধ্যার কিছু আগে এসকেএল-৩ নামের একটি কোস্টার জাহাজ পেছন থেকে ধাক্কা দিয়ে অন্তত ২০০ মিটার লঞ্চটিকে টেনে নিয়ে যায়। এরপর লঞ্চটি যাত্রীসহ ডুবে যায়। আশপাশে কোনো নৌকা না থাকায় অনেকেই রক্ষা পাননি। ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। রোববার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ মোট ৩৪ মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English