টলিউডে এখন যে নায়িকা সকল পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি মধুমিতা সরকার। যিনি পাখি নামে জনপ্রিয়। সুপারহট নায়িকার ইনস্টাগ্রাম পোস্ট মানেই তা মিলিয়ন ভিউজ পেরিয়ে যায়।
লাভ ইমোজি, কেয়ার ইমোজি থেকে একের পর এক লাইকে ভরিয়ে দেন ফ্যানেরা। নো মেকআপ লুকে কেয়ারলেস বিউটি, আবার গর্জিয়াস লুকে আবেদনময়ী সৌন্দর্য যেন ঝরে ঝরে পড়ছে।
কমেন্টে কমেন্টে ভরে ওঠে লাস্যময়ী নায়িকার সোশ্যাল মিডিয়া পেজ। বিভিন্ন পোজে স্বমহিমায় বারবার ধরা দিচ্ছেন ক্যামেরায়।
ধারাবাহিকের সেই পাখি এখন অনেক বড়! আর তার রূপে মুগ্ধ গোটা ইন্টারনেট দুনিয়া।
ক্যাজুয়াল লুক থেকে ওয়েস্টার্ন আউটফিট, এথনিক সাধারণ থেকে শাড়ি সব কিছুতেই তাক লাগাচ্ছেন পাখি।