রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শাহরুখের তোপের মুখে সাকিবরা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
‘এমন ম্যাচ সবসময় দেখা যায় না’

ম্যাচটা তো কলকাতা নাইট রাইডার্সের হাতের মুঠোতেই! ২৯ বলে দরকার ছিল মাত্র ৩১ রান। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের মতো তারকারা আছেন দলে। কাজটা কি খুব কঠিন ছিল? তবু কলকাতা লক্ষ্যটা তাড়া করতেই পারল না, মুখ থুবড়ে পড়ে ১০ রান বাকি থাকতেই। এজন্যেই দলের মালিক শাহরুখ খান চটেছেন বেশ, সাম্প্রতিক টুইটে দলের ওপর ঝেড়েছেন ক্ষোভ।

তবে দলের হারার ধরনও বেশ উদ্বেগজনক হওয়ার কথা শাহরুখ খানের জন্য। দলের তারকাখচিত মিডল অর্ডার যে রান পাচ্ছে না আদৌ! মঙ্গলবার রাতে ১৫৩ রানের লক্ষ্যটা নিতিশ রানা ও শুবমান গিলের কল্যাণে ছোটই হয়ে এসছিল কলকাতার কাছে।

কিন্তু কলকাতার মিডল অর্ডার যে সহজ কাজটাই করতে পারল না! শেষ পাঁচ ওভারে রান নিতে পেরেছে মোটে ২২, ফলে হারের বিস্বাদও নিতে হয় দলটিকে।

এরপরই এল মালিক শাহরুখ খানের এক টুইট। যেখানে নিজের হতাশা ঝেড়ে বলিউড বাদশাহ লিখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পার তোমরা।’

অথচ শুরুটা যেভাবে করেছিলেন সাকিবরা তাতে তেমন কিছুর আভাস পাওয়া যাচ্ছিল না আদৌ। শুরুতে হরভজন, মাঝে সাকিব আর শেষে আন্দ্রে রাসেলের সাশ্রয়ী বোলিংয়ে রোহিত শর্মার দলকে ১৫২ রানেই বেধে রেখেছিল কলকাতা। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে জয়টা ঠিকই অধরা রয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English