শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

প্রবাসে কর্মরতদের আসা-যাওয়ার জন্য বিশেষ ফ্লাইট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৬৮ জন নিউজটি পড়েছেন
বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের আসা-যাওয়ার জন্য বিশেষ ফ্লাইট চালু করবে সরকার। এ বিষয়ে আজ বুধবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্তের বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুবে আলী আজ বুধবার বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুরসহ অনেকগুলো দেশেই বাংলাদেশি শ্রমিকেরা কাজ করছেন। তাঁদের অনেকেই ছুটিতে দেশে এসেছেন। ওইসব দেশ যদি স্বাস্থ্যবিধি ও অন্যান্য নিয়ম-নীতি মেনে ফ্লাইট চালু রাখে, সেক্ষেত্রে আমাদের শ্রমিকেরা যাতে তাঁদের নিয়ম ও বিধি-বিধান মেনে যেতে পারে সে জন্য আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকার ধারণ করায় আগামী ২১ এপ্রিল পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। এতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত শ্রমিকেরা বিপাকে পড়েছেন। ছুটিতে দেশে এসে অনেকে লকডাউনে আটকা পড়েছেন। কারও কারও ভিসার মেয়াদ শেষ হতে চলেছে এরই মধ্যে।’

বিদেশে কর্মরত শ্রমিকদের যাওয়ার জন্য বিশেষ ফ্লাইট চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মাসুদ বিন মোমেন। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব,সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান,বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকের বিষয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবে আলী আরও বলেন, বৈঠকে আমাদের মন্ত্রণালয়ের সচিব অংশ নিয়েছেন। বৈঠকে সবদিক বিবেচনা করে শ্রমিকদের বিষয়টি তুলে ধরে বিশেষ ফ্লাইট চালুর বিষয়ে আমাদের মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানিয়েছে, গতকালের বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান,কাতার ও সিঙ্গাপুরের জন্য শিগগিরই স্পেশাল ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিবে। বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সির। প্রবাসী কর্মীরা কেবল জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ: সরকার
১২ এপ্রিল ২০২১
নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে যেসব প্রতিষ্ঠান ও পরিষেবা
১২ এপ্রিল ২০২১
১৪ থেকে ২১ এপ্রিল মানতে হবে যেসব বিধিনিষেধ
১০ এপ্রিল ২০২১
নেত্রকোনায় গরিবদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
১০ এপ্রিল ২০২১
করোনা ঠেকাতে ৬৪ জেলার দায়িত্বে ৬৪ সচিব
০৮ এপ্রিল ২০২১
নামের ভুলে অন্য আসামিকে মুক্তি, জেলার প্রত্যাহার
০৮ এপ্রিল ২০২১
ডি-৮ শীর্ষ নেতাদের বৈঠক আজ
০৫ এপ্রিল ২০২১
রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
০৪ এপ্রিল ২০২১
৫-১১ এপ্রিল শপিংমল, দোকানপাট বন্ধ থাকবে
৩১ মার্চ ২০২১
পাবনার সাংসদ ফিরোজ কবির করোনায় আক্রান্ত
৩১ মার্চ ২০২১
ঈদে ১ কোটি ১০ হাজার পরিবার পাবে আর্থিক সহায়তা
৩১ মার্চ ২০২১
শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
৩০ মার্চ ২০২১
ইউরোপ থেকে দেশে এলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন
৩০ মার্চ ২০২১
অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন
২৩ মার্চ ২০২১
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু, ৪৫ হাজার বাস্তুচ্যুত
২৩ মার্চ ২০২১
শাল্লায় ক্ষতিগ্রস্ত হিন্দুরা পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা
২২ মার্চ ২০২১
ভারতের দেওয়া উপহারের অ্যাম্বুলেন্স বেনাপোলে পৌঁছেছে
২০ মার্চ ২০২১
‘তারুণ্যের আলোকশিখা’য় উজ্জ্বল জাতীয় প্যারেড গ্রাউন্ড
২০ মার্চ ২০২১
সুনামগঞ্জে গুজব ঠেকাতে ধর্মীয় নেতাদের নিয়ে মতবিনিময় সভা
২০ মার্চ ২০২১
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ৬ সমঝোতা স্মারক সই
২০ মার্চ ২০২১
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় বৈঠক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English