শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

দেশের বিচার ব্যবস্থা সংস্কারে খসরুর অবদান অসামান্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭৪ জন নিউজটি পড়েছেন
জাতীয় পার্টি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থাকে আমূল সংস্কার ও যুগোপযোগী করার ক্ষেত্রে তার অসামান্য অবদান রয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, সদালাপী আব্দুল মতিন খসরু জনগণের ভালবাসায় সিক্ত হয়ে পাঁচবারের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আবদুল মতিন খসরু দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (১৪ এপ্রিল) বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আব্দুল মতিন খসরু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English