শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

​করোনামুক্ত হলেন আলিয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭১ জন নিউজটি পড়েছেন
রণবীর নয়, সারা রাত কার সঙ্গে কাটল আলিয়ার?

করোনাভাইরাস থেকে মুক্ত হলেন আলিয়া ভাট। নিজেই সোশ্যাল মিডিয়ায় করোনা জয়ের খবর জানালেন এই অভিনেত্রী। গতকাল বুধবার (১৪ এপ্রিল) নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে তিনি এই কথা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এই একটা বিষয়েই নেগেটিভ আসা ভাল জিনিস’।

তার এই পোস্টে দিয়া মির্জা, অনিল কাপুর, সোফি চৌধুরীসহ অনেক বলিউড তারকা এবং তার বন্ধু বান্ধব, ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন আলিয়া ভাট। সেই খবরও তিনি সোশ্যাল মিডিয়ার জানান। তারপর থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। চিকিৎসকদের সকল পরামর্শ পালন করছেন বলেও তিনি জানান। করোনা আক্রান্ত হয়েও আলিয়া নিজেকে এবং নিজের ভক্তদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে করে গেছেন উৎসাহিত।

সম্প্রতি আলিয়ার পরবর্তী ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’-এর টিজার মুক্তি পেয়েছে। ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে আলিয়ার অভিনয়। এই ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালি, যিনি আলিয়ার কোভিড-১৯ হওয়ার কিছু দিন পরেই করোনায় আক্রান্ত হন। আলিয়ার প্রেমিক রণবীর কাপুরও মার্চ মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রাহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে আলিয়াকে। এই ছবিতে আলিয়ার সঙ্গে রয়েছেন রনবীর কাপুর ও অমিতাভ বচ্চন। এছাড়া জানা গেছে, রনভীর সিংয়ের সঙ্গে একটি রোম্যান্টিক ছবিতে কাজ করছেন আলিয়া। যার পরিচালক করণ জোহার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English