প্রথম ম্যাচে ভাগ্য সহায় না থাকায় উইকেটের দেখা পাননি মুস্তাফিজ। তবে বৃহস্পতিবার রাতে উইকেট খরা কাটিয়েছেন রাজস্থানের এই পেসার। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
একই সঙ্গে কেটেছে দলের জয়ের খরাও। এদিন মুম্বাইয়ে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে রাজস্থান। প্রথম ম্যাচে শেষ বলে এসে হারলেও বৃহস্পতিবার প্রাথমিক বিপর্যয়ের পরও মিলার ও মরিসের বীরত্বে ম্যাচ জিতে নেয় রাজস্থান।
১৪৮ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। ৪২ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসে তারা। এরপর মিলার ৪৩ বলে ৬২ রান করে আউট হলে আবারও হারের শঙ্কা পেয়ে বসে। শেষ দিকে এবারের আসরের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস মরিস ১৮ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে উনাদকাট ও মুস্তাফিজের নৈপুণ্যে দিল্লিকে ১৪৭ রানে আটকে দেয় রাজস্থান। মুস্তাফিজ স্টয়নিস ও টম কারেনের উইকেট নেন। তবে দিল্লির টপ অর্ডারের ৩ উইকেট তুলে নেন উনাদকাট। দিল্লির অধিনায়ক ঋষভ পান্থ ৩২ বলে ৫২ রান করেন।