শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

কবরীর মৃত্যুর খবর শুনে কাঁদলেন শাবানা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৮০ জন নিউজটি পড়েছেন
কবরীর মৃত্যুর খবর শুনে কাঁদলেন শাবানা

ঢাকাই সিনেমার মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী আর নেই। করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিন চিকিৎসা নেয়ার পর ১৬ এপ্রিল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেছেন তিনি৷ তার এ প্রস্থান শোকের সাগরে যেন ভাসিয়ে দিয়েছে সিনেমাপ্রেমীদের, দেশের সংস্কৃতি অনুরাগীদের৷

শাবানা ও কবরী; দীর্ঘদিনের সহকর্মী ছিলেন এই দুই নায়িকা। ছিলেন একে অন্যের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বীও৷ নায়ক রাজ্জাকের সঙ্গে দুজনের জুটি হওয়া নিয়েও কঠিন প্রতিযোগিতা হয়েছে। তবু পর্দার বাইরে দুজনে ভালো বন্ধুও ছিলেন৷ একে অন্যের কাজের সমালোচক ছিলেন।

কবরীর মৃত্যুর খবর শুনেছেন আমেরিকায় স্থায়ী হওয়া অভিনেত্রী শাবানাও৷ শুনেই কেঁদে উঠলেন৷ কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়….!’

এমন তথ্যই জানালেন দেশের জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর৷

তিনি ফেসবুকে লিখেছেন, ‘কবরী আপুর মৃত্যুর কথা যখন শাবানাজিকে বললাম তিনি অনেকক্ষণ কোনো কথা বলেননি। তারপর কান্নাভেজা কণ্ঠে বললেন, ‘কবরী একজনই হয়।’ লিজেন্ডদের প্রতি লিজেন্ডদের অসাধারণ রেসপেক্ট।’

এদিকে আজ বাদ জোহর শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন কবরী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English