শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি

করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি রক্ষা করে রাজধানীতে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পবিত্র মাহে রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ ট্রাক থেকে ক্রেতারা যেন নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে পারেন সেজন্য নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর গোলাকারবৃত্ত এঁকে দেয়া হয়েছে। শুধু তাই নয়, টিসিবির পণ্য বিক্রেতাদের একজন হ্যান্ডমাইক হাতে ক্রেতাদের মাস্ক পরিধান করে সুশৃঙ্খললভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য কেনার জন্য মাইকে অনুরোধ করছেন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর নিউমার্কেটের অদূরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, ক্রেতারাও স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে মাস্ক পরে দুপুরের কড়া রোদে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন।
রমজান উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে বাণিজ্য মন্ত্রণালয়াধীন এসব ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৫৫ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, পেয়াজ ২০ টাকা, ছোলা ৫৫ টাকা ও খেজুর ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পণ্যের চাহিদাও আগের তুলনায় বেড়েছে। লকডাউনের কারণে সীমিত আয়ের লোকজনের রোজগার কমে যাওয়ায় তারা টিসিবি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন। দিনভর বিভিন্ন এলাকায় লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের পণ্য কিনতে দেখা যায়।

আজগর আলী নামে এক ক্রেতা জানান, টিসিবির পণ্যের মান ভালো, তবে তারা ৯০০ টাকার প্যাকেজ ছাড়া বিক্রি করে না। তিনি বলেন, ‘সবার তো আয় সমান না। কিনতে হলে পুরো প্যাকেজ হিসেবেই পণ্য কিনতে হবে- এমন বাধ্যবাধকতা তুলে দিলে সাধারণ মানুষের উপকার হতো।’

এদিকে টিসিবির বিক্রেতারা জানান, প্যাকেজে বিক্রি না করলে তাদের বেশ কয়েকটা পণ্য অবিক্রিত থেকে যায়। এ কারণে তারা প্যাকেজে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English