শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
টয়োটার প্রথম বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামবে ২০২২-এ

ফেব্রুয়ারিতেই টয়োটা জানিয়েছিল, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের শেষ নাগাদ তিনটি বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসবে তারা। ওই তিন গাড়ির মধ্যে দুটি পুরোপুরি বৈদ্যুতিক মডেল হবে, আর একটি হবে প্লাগ-ইন হাইব্রিড। এখন এসে আরও বড় লক্ষ্য সম্পর্কে জানালো গাড়ি নির্মাতা জাপানি প্রতিষ্ঠানটি।

আগামী ২০৫০ সাল নাগাদ কার্বন নিরপেক্ষ হতে চাইছে জাপানি এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে ২০২৫ সালের শেষ নাগাদ বৈশ্বিকভাবে ৭০টির মতো বিভিন্ন বৈদ্যুতিক গাড়ি বিক্রির পরিকল্পনা রয়েছে টয়োটার। সম্প্রতি এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা।

বৈদ্যুতিক ওই ৭০টি গাড়ির মধ্যে ১৫টি থাকবে একদম নতুন বৈদ্যুতিক গাড়ির মডেল। এর প্রায় অর্ধেকই পড়বে প্রতিষ্ঠানটির নতুন ‘বিয়ন্ড জিরো’ ব্র্যান্ডের অধীনে। নতুন বিজেড৪এক্স এসইউভি উন্মোচনের মধ্য দিয়ে এ ব্যাপারটিরই সূচনা করলো প্রতিষ্ঠানটি। আপাতত ‘কনসেপ্ট কার’ পর্যায়ে থাকলেও টয়োটা শীঘ্রই এটিকে রাস্তার নিয়ে আসবে।

এনগ্যাজেটের প্রতিবেদনে উঠে এসেছে, জাপানে ও চীনে এর উৎপাদন শুরু হচ্ছে। টয়োটা আশা করছে, ২০২২ সালের মধ্যবর্তী সময় নাগাদ বিজেড৪এক্স বিক্রি শুরু করবে তারা।

এমনিতে বিজেড৪এক্স এর ব্যাপারে তেমন কিছু জানায়নি টয়োটা। শুধু জানা গেছে, সুবারুর সঙ্গে মিলে গাড়িটি তৈরি করেছে টয়োটা এবং এতে দেখা মিলবে তাদের নতুন ব্যাটারি ইলেকট্রিক-ই-টিএনজিএ পাওয়ারট্রেইনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English