শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বলিউড তারকাদের বিলাসভ্রমণ নিয়ে ক্ষুব্ধ শ্রুতি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
বলিউড তারকাদের বিলাসভ্রমণ নিয়ে ক্ষুব্ধ শ্রুতি

করোনাকালে বলিউড তারকাদের বিলাসভ্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় এসেছেন দক্ষিণ তথা বলিউড অভিনেত্রী শ্রুতি হাসান। দেশের এই সংকটময় মহুর্তে মালদ্বীপ, গোয়া সফর নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। এমনকি এই নিয়ে তিনি রীতিমতো সমালোচনা করেছেন।

জাহ্নবী কাপুর, দিশা পাটানি, টাইগার, আলিয়া ভাট, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, রোহন শ্রেষ্ঠা, সারা আলী খানসহ বেশ কিছু বলিউড তারকা মালদ্বীপ বা গোয়াতে ছুটি কাটাচ্ছেন। তাদের নানান মুহূর্তের রঙিন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তাতেই বেজায় চটেছে নেটিজেনরা। তাদের প্রশ্ন, দেশবাসীর এই অসহায়তার সময় তারা কী করে ছুটির মেজাজে আছেন। খ্যাতনামা লেখিকা শোভা দে এই বিষয়কে ঘিরে আগেই নিন্দা প্রকাশ করেছেন।

এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে শ্রুতি হাসান বলেন, ‘আমি কাউকে বিচার করতে চাই না। কিন্তু দেশে মহামারির প্রকোপ ক্রমেই বেড়েই চলেছে। দেশজুড়ে মানুষের আর্তনাদ। দেশের এই অস্থির সময় ছুটি কাটানো “অসংবেদনশীল”।

তিনি আরও বলেছেন, ‘আমি খুশি যে ওরা ছুটি কাটাতে গেছে। ওদের এই অধিকার আছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা সঠিক সময় নয়, মাস্কছাড়া আপনি পুলে যাবেন। সমুদ্রতটে আপনি হইহুল্লোড় করবেন। আমাদের সবার জন্য এক কঠিন সময়।’

কমল হাসানকন্যা শ্রুতি বলেছেন, ‘আমি বিশ্বাস করি যে আপনার কাছে যে বিশেষ অধিকার আছে, সে জন্য সাধারণ মানুষের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এই কঠিন পরিস্থিতিতে আপনি যা যা সুবিধা পাচ্ছেন, তা জনসমক্ষে তুলে না ধরাই বাঞ্ছনীয়।’

শ্রুতি বলেছেন যে তার বন্ধুরা অনেক ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি না করে দিয়েছিলেন। কারণ এই দক্ষিণি নায়িকা এ ধরনের ভয়াবহ পরিস্থিতি আগেই আশঙ্কা করেছিলেন। তখন তাঁকে অনেকে ‘পাগল’ বলে উপহাস করেছিলেন।

শ্রুতি হাসানের হাতে এখন বেশ কয়েকটা প্রকল্প আছে।

শ্রুতির হাতে এই মুহূর্তে রয়েছে তেলেগু ছবি ‘পিট্টা কাথালু’। এছাড়া রাজনৈতিক থ্রিলারধর্মী তামিল ছবি ‘লাবাম’-এ অভিনয় করছেন তিনি। এদিকে প্রভাসের সঙ্গে শ্রুতিকে ‘সালার’ ছবিতে দেখা যাবে। সূত্র: এনডিটিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English