শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
‘আইসিইউতে রোগী প্রতি সরকারের ব্যয় ৫০ হাজার টাকা’

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পেছানো হয়। তবে এরইমধ্যে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ জুন।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সব সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কোভিড-১৯ মহামারির ২য় ঢেউ জনিত কারণে ৩০ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দের পরিবর্তে আগামী ১১ জুন, ২০২১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য জানান, ডেন্টালের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে আমাদের বৈঠক হয়েছে। মিটিংয়ে সবাই আগামী ১১ জুন পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দিয়েছেন। আমরা আগামী ২৮ মে অথবা ৪ জুন পরীক্ষা নিতে চেয়েছিলাম। তবে ওই দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পেছানো হলো। আগামী ১১ জুন কোনো ভর্তি পরীক্ষা নেই। সেজন্য ওইদিন পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী গত ২ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে ৩০ এপ্রিল ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটি পেছানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English