মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশে পরিচিত পাওয়া কলকাতার পার্ণো মিত্র কোভিড-১৯’এ আক্রান্ত।
এবারে তিনি ভোটেও দাঁড়িয়েছিলেন বিজেপির প্রার্থী হয়ে। তবে প্রচারণার কাজে বাইরে যাতায়াতের কারণেই হয়তো তিনি নিজেও এখন করোনাভাইরাস আক্রান্ত।
নায়িকা থেকে রাজনৈতিক নেত্রী হওয়া পার্ণো নিজেই টুইট বার্তায় লেখেন, “আমি কোভিড পজিটিভ। গত ৭ দিন যারা আমার সঙ্গে ছিলেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, দয়া করে আপনারাও কোভিড পরীক্ষা করিয়ে নেবেন।”
এই টুইটের সূত্র ধরে কলকাতার বেশ কয়েকটি গণমাধ্যমে খবরে প্রকাশ, পরীক্ষায় পজেটিভ হওয়া মাত্র তিনি নিভৃতবাস নিয়েছেন। সবাইকে অনুরোধ করেছেন মাস্ক পরে চলাচল করতে।
অভিনয়ের পাশাপাশি ২০১৯ সাল থেকে বিজেপির হয়ে রাজনীতিতে নাম লেখান পার্ণো মিত্র।