শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্টের সাহায্য চেয়ে কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১০৬ জন নিউজটি পড়েছেন
মুম্বাইয়ে ফিল্ম ফেস্টিভ্যালে চেয়ারপারসনের দায়িত্বে প্রিয়াঙ্কা

ভারতে করোনার প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। করোনা সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে যাওয়ায় মার্কিন সরকারের কাছে ভারতীয়দের জন্য ভ্যাকসিনের আর্জি জানিয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু প্রায় দু’সপ্তাহ দেরিতে টুইট করার কারণে নেটজনতার কটাক্ষের শিকার হয়েছেন দেশি গার্ল।

টুইটার পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ভারতকে এইভাবে করোনার সঙ্গে লড়তে দেখে আমার মনে ভেঙে গেছে। মার্কিন যুক্তরাজ্যের যতটা প্রয়োজন ছিল ৫৫০ মিলিয়নেরও বেশি ভ্যাকসিন অর্ডার করেছে @POTUS @WHCOS @SecBlinken @JakeSullivan46 ধন্যবাদ বিশ্বজুড়ে অ্যাস্ট্রোজেনেকা ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু আমার দেশের পরিস্থিতি খুব জটিল। তোমরা কি আমার দেশের সঙ্গে ভ্যাকসিন ভাগ করে নিতে পারবে? #Vaxlive।’

নেটিজেনদের অধিকাংশেরই বক্তব্য, ভারতের আন্তর্জাতিক অভিনেত্রী ও গায়িকার একটু দেরিতেই ঘুম ভেঙেছে। কারণ জো বাইডেনের সঙ্গে ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে দীর্ঘক্ষণ কথোপকথন হয়েছে। বাইডেনের দেশ আশ্বস্ত করেছে যে, তারা ভারতের করোনা সঙ্কটে পাশে থাকবে। ভারতকে টিকা তৈরির কাঁচামাল রফতানি অব্যাহত রাখবে আমেরিকা।

প্রসঙ্গত, গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠিয়েছিলেন মোদী। সেকথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শুরুর দিকে আমাদের হাসপাতালগুলির অবস্থা সংকীর্ণ হয়ে উঠেছিল। তখন সাহায্য করেছিল ভারত। আমরাও ভারতের দরকারে সহযোগিতা করতে বদ্ধপরিকর।’

সূত্র: জি নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English