বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

আগৈলঝাড়ায় হামলা সংঘর্ষে মহিলাসহ আহত ৯জন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৬৫ জন নিউজটি পড়েছেন
আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে ১৫ জন আহত

বরিশালের আগৈলঝাড়ায় হামলা সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ৯জন। গুরুতর আহত ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বারহাজার গ্রামের ইউসুফ সন্যামতের সাথে খলিলুর রহমানের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই
বিরোধ নিয়ে মাঝে মধ্যেই দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হত। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই পূর্ব বিরোধের জের ধরে ইউসুফ ও খলিলুর রহমানের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার একপর্যায় সংঘর্ষে একপক্ষের তাসলিমা বেগম (৪০), ইউসুফ সন্যামত (২৮), নুপুর বেগম (২৩), অন্য পক্ষের খলিলুর রহমান (৬৫), রুবা বেগম (৩০), আলী আকবর (৫০), রাহেলা বেগম (৪৫) সহ ৯জন আহত হয়েছে। আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। এতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English