শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ডিএনসিসি করোনা হাসপাতালে রোগী ভর্তির চাপ কমছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২ মে, ২০২১
  • ৯৩ জন নিউজটি পড়েছেন
হাসপাতালে রোগীর স্বজনেরা স্বাস্থ্যবিধি মানছেন না

করোনাভাইরাস মহামারি সামাল দিতে দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল রাজধানীর মহাখালীতে ডিএনসিসির মার্কেট তৈরি করা হয়েছে। হাসপাতালটিতে কয়েকদিন আগেও করোনা রোগীর ভর্তি হওয়ার যে চাপ ছিল বর্তমানে তা কমে এসেছে। আজকে খুব একটা রোগী ভর্তির জন্য হাসপাতালটিতে ভিড় জমাতে দেখা যায়নি।

দৈনিক হাসপাতালটিতে রোগীর হালনাগাদ তথ্য জানাতে ব্রিফ করেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। সেই তথ্য অনুযায়ী রোববার (০২ মে) রোগী ভর্তি রয়েছেন ১২৪ জন। যা গতকাল ছিল ১৩৩ জন।

রোববার জরুরি ওয়ার্ডে ভর্তি ২৭ জন, এরমধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ১১ জন। গতকাল (শনিবার) জরুরি ওয়ার্ডে ভর্তি ছিলেন ২২ জন। এছাড়া আইসিইউতে আজ ভর্তি রয়েছেন ৭৫ জন রোগী, গতকাল ছিল ৭৬ জন।
জানা গেছে, এক হাজার শয্যার হাসপাতালে ২৫০টি শয্যা নিয়ে যাত্রা শুরু করে। প্রয়োজনে হাসপাতালটিতে ২১২ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকবে। এছাড়াও ২৫০ শয্যার এইচডিইউ (উচ্চ নির্ভরতা ইউনিট), ৫০ বেডের জরুরি বিভাগ (৩০টি পুরুষ, ২০টি নারী) ও ৫৪০ (সিঙ্গেল) রুমের আইসোলেশন ব্যবস্থা এখানে রয়েছে। এই রুমগুলো হবে অনেকটা কেবিনের মতো। দ্রুতই বেডের সংখ্যা আরও বাড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English