শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ভারতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছুঁইছুঁই

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৩ মে, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
বিশ্বে একদিনে মৃত্যু ছাড়াল ১১ হাজার, শনাক্ত সোয়া ৭ লাখ

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ছুঁইছুঁই করছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৬৮ হাজার ১৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশটিতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।

এদিকে টানা ১২তম দিনের মতো ভারতে তিন লাখের বেশি রোগী শনাক্ত হল। ওই একই সময়ে কোভিড-১৯ এ আরও তিন হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এতে দেশটিতে মৃতের মোট সংখ্যা দুই লাখ ১৮ হাজার ৯৫৯ জনে দাঁড়িয়েছে।
আগের দিন রোববার দেশটি মহামারি শুরু হওয়ার পর থেকে একদিন সর্বোচ্চ তিন হাজার ৬৮৯ জনের মৃত্যু দেখেছে। একদিনে চার লাখ রোগী শনাক্তের নতুন বিশ্বরেকর্ড ভারতকে দেখতে হয়েছে দুইদিন আগে।

বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদনকারী দেশ হয়েও করোনাভাইরাসের টিকার ঘাটতি দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে। হাসপাতালে জায়গা নেই, জীবন রক্ষাকারী অক্সিজেনের মজুদ শেষ হয়ে যাচ্ছে।

মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, ১৩৫ কোটি জনসংখ্যার দেশটিতে প্রকৃত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি হবে।

দেশটির অন্তত ১১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল সংক্রমণের রাশ টেনে ধরতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার অর্থনীতিতে প্রভাব নিয়ে উদ্বিগ্নতার কারণে দেশজুড়ে লকডাউন জারি করার বিষয়ে অনাগ্রহী বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English