শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

একটি পানের দাম ৭০০ টাকা!

লাইফস্টাইল ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৯০ জন নিউজটি পড়েছেন
একটি পানের দাম ৭০০ টাকা!

একটি পানের দাম ৭০০ টাকা। অবাক করা বিষয় হলো সত্যিই। অনেকেই তো আগুন পান, মিষ্টি পানসহ বিভিন্ন স্বাদের পান খেয়েছেন। এবার না হয় সোনার পান খেয়ে দেখুন।

এই পানের বিশেষত্ব হলো, এতে মেশানো থাকে সোনা। এ কারণেই এতো দাম। সম্প্রতি দিল্লির কনট প্লেসের এক নারী পান বিক্রেতা অভিনব এই পান তৈরি করে আলোচনায় এসেছেন।

ইয়ামু পঞ্চায়েত নামক ওই নারী পান বিক্রেতার অভিনব পান তৈরির বিষয়টি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে! বিখ্যাত এই পান তৈরির ভিডিও দেখে সেখানে ভিড় জমাচ্ছে ক্রেতারা। সোনার পান মুখে পুরতে লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেন ক্রেতারা।

সোনার এই মিষ্টি পান তৈরিতে ব্যবহার করা হয়- চুন, নারকেল, মৌরি, গোলাপের পাপড়ির চাটনি, এলাচ, দারুচিনি, চেরি ফল, খেজুর এবং মিষ্টি চাটনি। তারপর একটা সোনার পরত দেওয়া হয় পানের গায়ে।

পান বানানো শেষ হলে কয়েকটি চেরি ফল দিয়ে সাজানো হয় পানটি। এর দাম পড়বে ৬০০ রুপি অর্থাৎ ৬৮৭ টাকা। প্রায় ৭০০ টাকার বিনিময়ে আপনি এই অভিনব পান মুখে পুরতে পারেন।

ইয়ামু পঞ্চায়েত জানান, বিশেষ এই সোনার পানে ব্যবহৃত সব উপাদনই স্বাস্থ্যের জন্য উপকারী। এটি খেলে আপনি যেমন মিষ্টি স্বাদ উপভোগ করবেন; ঠিক তেমনি শরীরও এর উপকারিকতা টের পাবে।

শুধু সোনার পরত মিশিয়ে ক্ষান্ত নন পান বিক্রেতা। তিনি নিত্য নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে ব্যস্ত। চকোলেট পান, স্ট্রবেরি পানসহ নানা ফ্লেভারের পানও তিনি তৈরি করে থাকেন।

মৌসুম অনুযায়ী, আমের পানও তৈরি করছেন তিনি। ভবিষ্যতে আরও বিভিন্ন উপকরণ দিয়ে পান তৈরি করতে চান ইয়ামু পঞ্চায়েত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English