শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

উন্নত দেশগুলোর চেয়ে একাই বেশি গ্রিনহাউস গ্যাস ছড়ায় চীন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৮৫ জন নিউজটি পড়েছেন
উন্নত দেশগুলোর চেয়ে একাই বেশি গ্রিনহাউস গ্যাস ছড়ায় চীন

বিশ্বের উন্নত দেশগুলো সম্মিলিতভাবে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে, তার চেয়ে একাই বেশি নিঃসরণ করছে চীন। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক রোডিয়াম গ্রুপ জানিয়েছে, ২০১৯ সালে এক চীন থেকেই বিশ্বের ২৭ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে।

এ তালিকায় দ্বিতীয় যুক্তরাষ্ট্র। গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তাদের অবদান ১১ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ভারত গ্রিনহাউস গ্যাস ছড়িয়েছে ৬ দশমিক ৬ শতাংশ।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা ছাড়া বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিপর্যয় এড়ানো কঠিন হয়ে যাবে।

রোডিয়ামের তথ্যমতে, গত তিন দশকে চীনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হার তিনগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্বের বৃহত্তম জনসংখ্যা এশিয়ার দেশটিতে। ফলে মাথাপিছু নিঃসরণে তারা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক পিছিয়ে।

কিন্তু গবেষণায় দেখা গেছে, চীনে মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হারও গত দুই দশকে তিনগুণ বেড়েছে।

চীন ব্যাপকভাবে কয়লাবিদ্যুতের ওপর নির্ভরশীল। দেশটিতে বর্তমানে ১ হাজার ৫৮টি কয়লা বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে, যা গোটা বিশ্বের অর্ধেকেরও বেশি।

২০৩০ সালের দিকে শীর্ষে পৌঁছানোর পর ২০৬০ সালের মধ্যে ক্ষতিকর গ্যাস নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে চীন।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আয়োজনে একটি জলবায়ু সম্মেলনে অংশ নিয়েও চীনা প্রেসিডেন্ট তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English