শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মে, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজানে হতদরিদ্র অসহায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের মাঝে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এর নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সোমবার (১০ মে) বিকেলে শহরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন বরিশাল  জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের নেতা মাহিদুর রহমান মাহাদ, মেহেদী, তানভীর, শোভন, প্রিন্স, আলিম, সাইফুল সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ  বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবেন। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার নেতা পানিসম্পদ প্রতিমন্ত্রী’র জন্য দোয়া করবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলাকালে অসহায় মানুষদের কথা চিন্তা করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি সবসময় তাদের পাশে ছিলেন। বিগত সময় থেকে তিনি অসহায়, গরীব ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তা করে আসছেন। যার ধারাবাহিকতায় এবারে অসহায় মানুষগুলোর হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে তাদের পাশে দাড়িয়েছেন। তিনি আরও বলেন, পাচঁ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English