শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

বেতন হয়নি ৩৫ শতাংশ পোশাক কারখানায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
ঈদের পর কারখানা খোলা রাখতে চান শিল্প মালিকরা, সিদ্ধান্ত শনিবার

দুই হাজার ৮১৮টি পোশাক কারখানার শ্রমিকরা এখনও গত মাসের (এপ্রিল) বেতন পাননি। গত সোমবার (১০ মে) পর্যন্ত শিল্প পুলিশের জরিপে মোট ৭ হাজার ৮৯২টি পোশাক কারখানার চিত্রে দেখা যায়, ৩৫ শতাংশ কারখানায় বেতন পাননি শ্রমিকরা। আর বোনাস দিয়েছে ৫ হাজার ২২৭টি কারখানা। অর্থাৎ ৩৩ শতাংশ কারখানায় বোনাস হয়নি।

তবে বিজিএমইএর দাবি করছে, তাদের সংগঠনের সদস্যভুক্ত ৯০ শতাংশ কারখানার বেতন পরিশোধ হয়েছে। ৮ শতাংশ কারখানায় এখনও ঈদের বোনাস দেওয়া হয়নি।

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ বলছে, যেসব কারখানা শ্রমিদের বেতন-বোনাস দেয়নি আজ মঙ্গলবারের (১১ মে) মধ্যে তারা পরিশোধ করে দেবে।

এর আগে গত ২৯ এপ্রিল ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় মালিক-শ্রমিকরা মিলে সিদ্ধান্ত নেন, ১০ মের মধ্যে সব শ্রমিকের এপ্রিল মাসের বেতন এবং ঈদের বোনাস দিতে হবে। আরও সিদ্ধান্ত হয়, সরকারি ছুটির নির্দেশনা মোতাবেক অঞ্চলভিত্তিক বাই-রোটেশন ছুটির ব্যবস্থা করবে বিজিএমইএ ও বিকেএমইএ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English