শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

বজ্রপাতের সময় যে দোয়া পড়তেন রাসুলুল্লাহ (সা.)

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
সফর থেকে ফেরার পর পড়বেন যে দোয়া

শুরু হয়েছে কালবৈশাখীর সময়। দেশের কোথাও না কোথাও প্রায় হানা দিবে ঝড়, তার সঙ্গে থাকবে বজ্রপাত।

বজ্রপাতের গর্জন আমাদের অনেককেই কিছুটা সময়ের জন্য তটস্থ করে দেয়। অনেকে ভয়ে ছোটাছুটিও শুরু করে দেন।

কিন্তু বজ্রপাতের সময় কী করা উচিত? সে বিষয়ে ইসলামে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘের গর্জন থেকে আশ্রয় লাভ করতে আল্লাহর কাছে দোয়া করতেন।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘের গর্জন ও বজ্রপাতের শব্দ শুনতে পেতেন তখন বলতেন-

উচ্চারণ : আল্লাহুম্মা লা তাক্বতুলনা- বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা- বিআ’জা-বিকা ওয়া আ’-ফিনা- ক্বাবলা জালিক। (মুসনাদে আহমাদ তিরমিজি)

অর্থ : হে আল্লাহ! তুমি আমাদেরকে তোমার রোষের দ্বারা হত্যা করো না; তোমার শাস্তির দ্বারা আমাদেরকে ধ্বংস করো না; বরং এর পূর্বেই আমাদেরকে প্রশান্তি দান করো।

আল্লাহ তাআলা এ দোয়ার মাধ্যমে সমগ্র মুসলিম উম্মাহকে বজ্রপাতের ভয়াবহতা ও ক্ষতি থেকে রক্ষা করুন। আমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English