শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

২১ দিনে করোনায় সর্বোচ্চ শনাক্ত ১৩৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬০ জন নিউজটি পড়েছেন
করোনা ও প্রাকৃতিক বিপর্যয়-২

খুলনা বিভাগে গত ২১ দিনের মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে ১৩৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে গত ২৮ এপ্রিল এক দিনে ১৭৩ জন শনাক্ত হয়েছিলেন। এই সময়ে বিভাগে করোনায় সংক্রমিত হয়ে দুজন মারা গেছেন। এ নিয়ে বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছেন ৩২ হাজার ৫৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩০ হাজার ২৯৫ জন। সুস্থতার হার ৯৩ শতাংশ। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৫১ জন, তাঁদের ৪৭ জনই খুলনা নগরের, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় রয়েছেন ৩ জন করে, মেহেরপুরে ৫, সাতক্ষীরায় ২১, যশোরে ২৩, কুষ্টিয়ায় ১৫, ঝিনাইদহে ১০ ও নড়াইলে ২ জন। এই সময়ে মাগুরায় কারও মধ্যে করোনা শনাক্ত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, ১০ থেকে ১৯ মে, এই ১০ দিনে খুলনা বিভাগে ৬৯০ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন প্রায় ৬৯ জন। এই ১০ দিনে বিভাগে করোনায় মারা গেছেন ৯ জন। এর আগের ১০ দিনে (৩০ এপ্রিল-৯ মে) বিভাগে ৭৯১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। সে সময় প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছিলেন ৭৯ জন। ওই ১০ দিনে বিভাগে করোনায় মারা গিয়েছিলেন ২২ জন।

২৪ ঘণ্টায় বাগেরহাট ও কুষ্টিয়ায় একজন করে করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৯৯ জন। এর মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৬০ জন, কুষ্টিয়ায় ১০৯, যশোরে ৭৬, ঝিনাইদহে ৫৪, চুয়াডাঙ্গায় ৫৩, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৬, নড়াইলে ২৫, মাগুরায় ২৩ ও মেহেরপুরে ১৯ জন। মৃত্যুহার ১ দশমিক ৮৪ শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English