বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

রোহিঙ্গা শিবিরে লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মে, ২০২১
  • ৭৫ জন নিউজটি পড়েছেন
কক্সবাজারের ৩৪ রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার থেকে করোনার টিকা প্রদান

রোহিঙ্গাদের মধ্যে হঠাৎ করে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। ঝুঁকির মুখে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো। তাই উখিয়া ও টেকনাফের ৩৪টি শিবিরে লকডাউন ঘোষণা করা হয়েছে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত বলেন, শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।

কক্সবাজার স্বাস্থ্য বিভাগ জানায়, এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮২৩ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এরমধ্যে ১২ জন মারা গেছেন।

এ পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠার কথা জানিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা সৈয়দ উল্লাহ বলেছেন, ক্যাম্পে করোনা আক্রান্তের খবরে লোকজন ভয়ে আছে। ক্যাম্পে ঘিঞ্জি বসতি, ঝুঁকি বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English