শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে নতুন করে প্রেম করতে যাচ্ছে সরকার: ফখরুল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ মে, ২০২১
  • ৬০ জন নিউজটি পড়েছেন
উপহারের ঘর নির্মাণে চলছে হরিলুট: সংবাদ সম্মেলনে বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে সরকার সখ্যতা করতে যাচ্ছে। তাদের সঙ্গে নতুন করে প্রেম করতে যাচ্ছে।’ তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ কথাটি লেখা থাকে। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ই-পাসপোর্ট এটা নেই, যেটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত, সকল সরকারের সিদ্ধান্ত। ইসরাইল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু। ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য হুমকি।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ইসরাইল মানবাধিকারকে ধ্বংস করছে। আমরা ফিলিস্তিনি মানুষদের সমর্থন করি। গত কয়েকদিনে ফিলিস্তিনে শিশুসহ অনেক মানুষকে হত্যা করা হয়েছে। কয়েক বছর ধরে প্রায় তিন লাখ শিশু হত্যা করেছে। ইসরায়েল পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ইসরায়েলের সঙ্গে সরকারের নতুন করে সম্পর্ক করার বিষয়ে ফখরুল বলেন, ‘ইসরায়েল কিন্তু গোয়েন্দাবৃত্তিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওটা করেই সে এখন শক্তিশালী দেশ হয়েছে। ইসরায়েল থেকে এদেশে একটা বিশেষ সার্ভিলেন্স যন্ত্র সরবরাহ করা হয়েছে। এখন জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাহলে কী সরকার আবারো ইসরায়েলের সাথে চুক্তি করতে যাচ্ছে?’

দলের পক্ষ থেকে ইসরায়েলবিরোধী অবস্থান ব্যক্ত করলেও বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ইসরায়েল সংশ্লিষ্টতায় দীর্ঘদিন কারাবন্দি রয়েছেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে যদি কেউ ব্যবসা বাণিজ্য বা কোনো কারণে যদি সংশ্লিষ্টতা থেকে থাকে তাতে দলের দায় হতে পারে না।’

সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব বলেন, ‘এ রায় ফরমায়েসী। সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে। সরকার পুরোপুরিভাবে এটা নিয়ন্ত্রণ করছে, এটা দলীয়করণ হয়ে গেছে। যে আইনে রোজিনা ইসলাম গ্রেপ্তার করা হয়েছে সেই আইন জামিনযোগ্য। সেখানে কার কাছ থেকে নির্দেশ আসে তার জন্য অপেক্ষা করতে করতে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। রোজিনা ইসলাম কেনো বিদেশ যেতে পারবে না? এই রায় অবশ্যই ফরমায়েসী রায় বলে আমরা মনে করি।’

সাংবাদিকদের বর্তমান ‘অনৈক্য’র প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমি আগেও বলেছি, আজকেও বলছি- আপনাদের দুবর্লতার জন্য এগুলো হচ্ছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ নয়। আপনারা আপনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারছেন না।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলনে, ‘আপনাদের পায়ের তলায় মাটি নেই, আপনাদের পেছনে মানুষের কোনো শক্তি নেই। আপনারা এখন আমলাতন্ত্র নির্ভর হয়েছেন। এখন সামরিক-বেসামরিক আমলা নিয়ে আপনারা দেশ চালাচ্ছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া এখনও একই অবস্থায় আছেন। কোনো পরিবর্তন নেই। খালেদা জিয়ার শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও নেই। কিন্তু পোস্ট কভিড জটিলতার জন্য তিনি হার্ট ও কিডনির সমস্যায় ভুগছেন। বিষয়টি নিয়ে চিকিৎসকরা অত্যন্ত উদ্বিগ্ন, চিন্তিত।

খালেদা জিয়া একটু হাঁটতে পারছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এরপরে তাকে দেখতে যাইনি। এই বিষয়ে জানি না, হতে পারে।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার এখন যে চিকিৎসা চলছে সেখানে একটু ফিজিওথেরাপি দেওয়া, একটু হাঁটাহাঁটি করানো হচ্ছে। কিন্তু এখনও তার ফুসফুসে পাইপ দেওয়া আছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English