শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নেইমারদের দাপটের অবসান, লিগ শিরোপা লিলের

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
বার্সা-নেইমার সমঝোতা

লিগ ওয়ানের চ্যাম্পিয়ান হলো লিল। এঞ্জার্সের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়ে লিগ শিরোপা নিজেদের দখলে নিয়েছে লিল অলেম্পিক স্পোর্টিং ক্লাব। শিরোপা জয়ীদের হয়ে একটি করে গোল করেন জনাথান ডেভিস ও বুরাক ইলমাজ। অন্যদিকে এঞ্জার্সের পক্ষে একমাত্র গোলটি করেন অ্যাঙ্গেলো ফুলগিনি।

শেষ আট মৌসুমেরে সাতটিতেই চ্যাম্পিয়ন হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২০১৬/১৭ মৌসুমে এসএস মোনাকো শিরোপা জিতেছিল। তার পর নেইমরা-এমবাপেরা টানা তিনবার দলকে লিগের সেরা করতে সক্ষম হন। যদিও এবার ব্যর্থ হলেন তারা।

রোবববার ৩৮ রাউন্ড শেষে লিলের পয়েন্ট ৮৩। অন্যদিকে ১ পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে প্যারিসের দলটি।

এদিন ব্রেস্তের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে রানার্সআপ হতে হয়েছে পিএসজিকে। ৩৭ মিনিটে সৌভাগ্যসূচক গোলে এগিয়ে যায় মাউরিসিও পচেত্তিনো।

অ্যাঞ্জেল ডি মারিয়ার কর্না নেন। ব্রেস্তের মিডফিল্ডার রোমেইন ফেইভারকে স্পর্শ করে বল জড়ায় জালে। অন্যদিকে ৭১ মিনিটে ব্যবধান বাড়ায় পিএসজিও। ছয় গজ দূর থেকে গোলটি করেন এমবাপে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English