রাজশাহীর চারঘাটে ভেজাল মধু তৈরির অভিযোগে কারখানার মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার ভারপ্রাপা্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বালাদিয়ার গ্রামে অভিযান চালিয়ে ৪০০ লিটার ভেজাল মধুসহ কারখানা মালিক আব্দুল আলীমকে (৩৫) গ্রেফতার করা হয়।
আব্দুল আলিম চারঘাট উপজেলার বালাদিয়ার গ্রামের মধ্য পাড়ার রুপচান আলীর ছেলে।
ওসি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আব্দুল আলীম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মধু তৈরি এবং বাজারজাত করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৪০০ লিটার ভেজাল মধুসহ আব্দুল আলীমকে কারখানা থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় চারঘাট থানায় মামলার পর শুক্রবার (২৮ মে) তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’