শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

২৯ দিনে ভার্চুয়াল আদালতে সাড়ে ৪৮ হাজার আসামির জামিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
২৯ দিনে ভার্চুয়াল আদালতে সাড়ে ৪৮ হাজার আসামির জামিন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় চলমান বিধিনিষেধের মধ্যে ২৯ কার্যদিবসে ভার্চুয়ালি ৯১ হাজার ৬৫০টি জামিন ও অন্যান্য দরখাস্ত শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে। এতে মোট ৪৮ হাজার ৪৯৮ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

গত ১২ এপ্রিল থেকে মঙ্গলবার (২৫ মে) পর্যন্ত সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে এসব শুনানি করে জামিন মঞ্জুর করা হয়।

সর্বশেষ মঙ্গলবার (২৫ মে) সারাদেশে দুই হাজার ৬৭৭টি মামলার ভার্চুয়ালি শুনানি করা হয়। এতে জামিন পেয়েছেন এক হাজার ২৯৭ জন আসামি।

বুধবার (২৬ মে) গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত ১২ এপ্রিল থেকে করোনা সংক্রমণ রোধে পুনরায় দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত শুনানি করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English