বরিশালের আগৈলঝাড়ায় কোটালীপাড়া থেকে পয়সারহাট আসার পথে মটরসাইকেল খাদে পরে মটরসাইকেলের এক যাত্রী নিহত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পরে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের প্রফুল্ল চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী (৩০) আগৈলঝাড়ার পয়সারহাটে আসার পথে মটরসাইকেল নিয়ে খাদে পরে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা নিউটনকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিলা আক্তার তার অবস্থার অবনতি দেখলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথে বসে সে মারা যায়। এঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করে।