বরিশালের আগৈলঝাড়া থেকে এক ব্যবসায়ী নিখোঁজ হওয়ার পর পাশ্ববর্তী উপজেলা গৌরনদীর কটকস্থল থেকে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের সৈয়দ রকিব হোসেনের ছেলে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সৈয়দ কাওছার (২৭) বুধবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনায় তার মা তাসলিমা বেগম আগৈলঝাড়া থানায় সাধারন ডায়রী করেন। যার নং-৮৮৮, ২৭/০৫/২০২১ইং। তার মা তাসলিমা বেগম জানান, কাওসার বুধবার সকালে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান তুবা টেলিকম সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ৩টায় তার মুঠোফোনে ফোন করলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে তাহার অন্যান্য নম্বরে ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
পরে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার কটকস্থল এলাকা থেকে বৃহস্পতিবার রাতে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় পুলিশ উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক আব্দুর রহমান জানান, বুধবার সকালে নিজ বাসা থেকে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার বিল্লগ্রাম বাজারে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। এরপর থেকে তার মুঠো ফোন বন্ধসহ নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থল বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে নির্জন এলাকায় পথচারীরা হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম খবর পেয়ে কাওসারকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পুলিশ জানায়, ব্যবসায়ী কাওছারের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।