আবার নেতৃত্বে পরিবর্তন এনেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে তারকা ক্রিকেটার আসগর আফগানকে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে আফগান বোর্ড। টেস্ট ও ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান হাশমত উল্লাহ শহীদি।
আফগানিস্তানের ঘন ঘন অধিনায়ক পরিবর্তন নতুন নয়। গুলবাদিন নাইবের নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব তুলে দেয়া হয় রশিদ খানের হাতে। তাকে সরিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে অধিনায়ক করা হয় আসগরকে, বিশ্বকাপের আহে যার নেতৃত্ব কেড়ে নিয়েছিল বোর্ড। নতুন করে দায়িত্ব দেয়ার পর এবার আবার সরানো হল আসগরকে।
এক বিবৃতিতে সোমবার এসিবি জানায়, টেস্ট ও ওয়ানডেতে হাশমতউল্লাহর সহকারী হিসেবে থাকবেন রহমত শাহ। টি-০ টোয়েন্টির সহ অধিনায়কের দায়িত্ব চালিয়ে যাবেন রশিদ খান।
এই সংস্করণের নতুন অধিনায়ক শীঘ্রই ঘোষণা করা হবে।
গত মার্চে আবু ধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে হারই আসগরের নেতৃত্ব হারানোর কারণ বলে উল্লেখ করেছে এসিবি। বোর্ডের তদন্ত কমিটি বলছে, প্রথম টেস্টটিতে হারের পেছনে আসগরের কিছু সিদ্ধান্তের দায় রয়েছে। এই তদন্তের ভিত্তিতেই তার অধিনায়কত্ব প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এসিবি।
সেই টেস্টে প্রথম ইনিংসে ১৩১ রানে অল আউট হওয়ার পর আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১৩৫ রানে। দুই দিনে শেষ হওয়া ম্যাচটি তারা হেরেছিল ১০ উইকেটে।