প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে উপকূল ও চরঞ্চলের কর্মহীন এবং দুঃস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।
এরই ধারাবাহিকতায় বুধবার (২ জুন) সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং বাংলাদেশ কোস্টগার্ডের ব্যবস্থাপনায় পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি বেইজ শরণখোলা কর্তৃক বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সোলমবাড়িয়া, দোনা, সান্টিভাঙা ও পাতারবাড়িয়া এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ২৫০ প্যাকেট খাবার (চাল, ডাল, আটা, ছোলা ও লবন) ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও ২ হাজার ৫০০ প্যাকেট স্যালাইন, ৫ হাজার পানি বিশুদ্ধীকরণ টেবলেট ও ৯০০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়। বুধবার (২ জুন ) মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম এ তথ্য জানান।
তিনি জানান, কোস্টগার্ড পশ্চিম জোন ঘুর্ণিঝড় ইয়াস পরবর্তী সময়ে মোংলার চিলা ইউনিয়নের জয়মনি এলাকার বন্যা দুর্গত ১৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়াও গত ১ জুন সাতক্ষীরার টেংরাখালী এলাকায় ১৩৫ ব্যাগ ত্রাণ, ১১২০ প্যাকেট স্যালাইন ও ৩৭৫ বোতল পানি বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কর্মহীন ও দুঃস্থদের মাঝে সহযোগীতার এই ধারাবাহিকতা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।