মিষ্টি কথা বলা এবং হাসিমুখে সাক্ষাৎ
আবুজার রা: বলেন, একদা আল্লাহর রাসূল সা: আমাকে বললেন, ‘তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না। যদিও তুমি তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করতে পারো।’ (অর্থাৎ মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাৎ করাও একটি ভালো কাজ)
-মুসলিম-২৬২৬, তিরমিজি-১৮৩৩, ইবনে মাজাহ-৩৩৬২, দারেমি-২০৭৯