শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ সঞ্জিব দাস
  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
গলাচিপায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

পটুয়াখালীর গলাচিপায় ১১৩ পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি) সোমবার ও মঙ্গলবার (৭ ও ৮ জুন) উপজেলার ডাকুয়া, রতনদী তালতলী, কলাগাছিয়া, চিকনিকান্দী, বকুলবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেড়িবাঁধ ভাঙন ও প্লাবনে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

এ সময়ে এসএম শাহজাদা (এমপি) বলেন, এ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসে যারা বসতবাড়ি, সহায়-সম্পত্তি হারিয়েছেন তা অপূরণীয়। গতবারের ঘূর্ণিঝড় ‘আম্পান’-এর ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার আসলো ‘ইয়াস’। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। সকল ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সরকার আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদান করবে।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা, ইউপি সদস্য মো. রাকিব মোল্লা, ইউপি সদস্য তপন দে সহ বিভিন্ন ইউনয়নের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English