রাজশাহীর বাগমারায় ৪৫টি গাজার গাছসহ মনিরুজ্জামান চঞ্চল (৫০) নামের এক গাজা চাষিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার গাজাচাষি মনিরুজ্জামানের বাড়ি উপজেলার মাড়িয়া ইউনিয়নের তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামে। তার পিতার নাম মৃত খন্দকার আশরাফুল ইসলাম। দীর্ঘদিন থেকে মনিরুজ্জামান চঞ্চল তার বাড়ির দক্ষিণ পাশে ইটের প্রাচীরে ঘেরা জায়গায় গাজা চাষ করে আসছিলেন তিনি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাগমারা থানা পুলিশের একটি টিম মনিরুজ্জামানের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই নূর ইসলাম ও এএসআই রাজু আহম্মেদ। এ সময় তার বাড়ির আঙ্গিনায় ৪৫টি গাজার গাছ পাওয়া যায়। রাতেই উদ্ধার করা হয় গাছগুলো এবং গাজাচাষি মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গোপনে বাড়িতেই গাজা চাষ করতেন মনিরুজ্জামান। তবে তার বিষয়টি ব্যতিক্রম ছিল। তার বিরুদ্ধে আগের কোনো মামলা নেই। অন্য কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়নি। মনিরুজ্জামানকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।