বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় প্রকাশ্যে নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করলো দুবৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬৪ জন নিউজটি পড়েছেন
কুষ্টিয়ায় প্রকাশ্যে নারী, পুরুষ ও শিশুকে গুলি করে হত্যা করলো দুবৃত্তরা

কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে শিশুসহ তিনজন নিহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার কাস্টমস মোড়ে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার সম্পাদক আমানুর আমান বলছেন, সেখানে একটি গাছের নীচে দাঁড়িয়ে নিহত তিনজনকে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

”একপর্যায়ে তারা দুইদিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ছয় বছরের ছোট বাচ্চাকে নিয়ে পুরুষ লোকটি দৌড়ে মসজিদে প্রবেশ করেন। সেখান থেকে বাচ্চাটিকে বের করে এনে প্রকাশ্যে পিস্তল ঠেকিয়ে চারটি গুলি করা হয়। এরপর কাছেই দাঁড়িয়ে থাকা বাবাকে গুলি করে।”

”শিশুটির মা দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। তখন তাকেও গুলি করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানিয়েছেন।” বলছেন মি. আমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই তিনজনকে একই পরিবারের সদস্য বলে উল্লেখ করা হচ্ছে।

একটা ভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, এই তিনজন একই পরিবারের সদস্য নাও হতে পারে।

তবে এখন পর্যন্ত তরফ থেকে বিষয়টিকে নিরপেক্ষভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি।

কুষ্টিয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নিশিকান্ত সরকার বলছেন, ”আমরা তদন্ত শুরু করেছি, ঘটনাস্থলেই রয়েছি। তবে কেন এই ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি।”

তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সেই সময় অন্তত চারজন হামলাকারী ছিল বলে প্রত্যক্ষদর্শীরা বলছেন।

পুলিশ সন্দেহভাজন হিসাবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English