শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

​থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও রাজপথে বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
​থাই প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও রাজপথে বিক্ষোভকারীরা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রাইয়ুথ চান ওচার পদত্যাগের দাবিতে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাজপথে বিক্ষোভ-মিছিল করেছেন। দেশে সাংবিধানিক পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। খবর তাইপে টাইমসের। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বৃহস্পতিবার বিক্ষোভকারীরা রাজপথে সমবেত হন।

বিক্ষোভকারীদের নেতা জাতুপাত পাই দাওদিন বলেন, সংবিধান অবশ্যই জনগণের কাছ থেকে আসতে হবে। প্রধানমন্ত্রী প্রাইয়ূথের কিছু সমর্থকও বিক্ষোভ মিছিল করেন। ১৯৩২ সালে থাইল্যান্ডের সম্পূর্ণ রাজতন্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে তারা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। রাজতন্ত্র সম্পর্কে জাতুপাত বলেন, ৮৯ বছর ধরে আমরা সম্পূর্ণ কর্তৃত্ববাদের অধীনে রয়েছি যেখান থেকে কাঙ্খিত উন্নয়ন আসেনি।

করোনাভাইরাসের মহামারি ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী প্রাইয়ূতের সরকার জনগণের মারাত্মক সমালোচনার মুখে পড়েছে। থাইল্যান্ড যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করছে তা রাজা মহা ভাজিরালংকর্নের মালিকানাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English