শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

ফ্লোরিডায় ভবন ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৯, নিখোঁজ ১৫০

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৬ জন নিউজটি পড়েছেন
ফ্লোরিডায় ভবন ধসের ঘটনায় মৃত্যু বেড়ে ৯, নিখোঁজ ১৫০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি বহুতল ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১৫০ জনের খোঁজ এখনও মেলেনি।

উদ্ধারকারী দলগুলো রোববার চতুর্থ দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে গেলেও জীবিত কারও সাড়া পায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

উদ্ধারকর্মীরা আরো জানান, ভবনের তলাগুলো ধসে পড়ে কেকের স্তরের মতো একটি ওপর আরেকটি স্তূপীকৃত হয়ে আছে। ওই ধ্বংসস্তূপ সরালে ভেতরে চাপা পড়া অনেক মৃতদেহ মিলতে পারে।

তবে স্তূপীকৃত তলাগুলোর ফাঁকফোকরে বাতাস আছে এমন কোনো জায়গায় উদ্ধারকারীরা জীবিত কাউকে খুঁজে পেতে পারেন এমন আশা করছেন এখনও।

কী কারণে ভবনটির একটি অংশ ধসে পড়ল তা পরিষ্কার হয়নি। কিন্তু ২০১৮ সালে প্রকৌশলীদের একটি নিরীক্ষা প্রতিবেদনে ৪০ বছরের পুরনো ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে কাঠামোগত অবনতির কথা উল্লেখ করা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English